খুঁজুন
রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ়, ১৪৩২

আমি চুপ থাকার মেয়ে না, প্রতিবাদ করবই: পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ণ
আমি চুপ থাকার মেয়ে না, প্রতিবাদ করবই: পরীমণি

ফের আলোচনায় চিত্রনায়িকা পরীমণি। টাঙ্গাইলে কসমেটিক ব্র্যান্ড ‘হারল্যান স্টোর’-এর একটি শোরুম উদ্বোধন করার কথা ছিল তার। কিন্তু স্থানীয়দের বাধায় উদ্বোধন অনুষ্ঠানটি ভণ্ডুল হওয়ায় এর তীব্র প্রতিবাদ জানান পরী। এ নিয়ে গেল ২৫ জানুয়ারি ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন তিনি। এসবের মাঝেই রোববার (২৬ জানুয়ারি) বোটক্লাব কাণ্ডের মামলায় পরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

পরীমণির প্রতিবাদী ফেসবুক পোস্ট ও গ্রেপ্তারি পরোয়ানাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানান আলোচনা-সমালোচনা। কেউ সমর্থন করছেন, কেউবা আবার দোষারোপও করছেন পরীমণিকে। যদিও এসবে একেবারেই পাত্তা দিচ্ছেন না অভিনেত্রী। বরং সাফ জানিয়ে দিয়েছেন, চুপ থাকার মেয়ে তিনি নন। যেটা সত্যি, সেটা তিনি বলবেনই।

শোরুম উদ্বোধনে বাধা দেওয়ার বিষয়ে দেশের একটি গণমাধ্যমে পরীমণি বলেন, আমার মনে হয়েছে বিষয়টি সামনে আনা দরকার। নাহলে পরে এটা আরও প্রকট আকার ধারণ করতে পারে। এখনই ব্যবস্থা নেওয়া উচিত। হয়তো আমার জায়গায় অন্য কেউ হলে চুপ থাকতেন। কিন্তু আমি চুপ থাকার মেয়ে না, যা সত্যি তা তো বলতেই হবে। এটা তো আমার দেশ, আমার ইন্ডাস্ট্রি। নিজের দেশে কেন নিরাপদে কাজ করতে পারব না।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠান যেটা ভালো মনে করে সেটা আনুষ্ঠানিকভাবে করবে। কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করা তো আমারও দায়িত্ব। সেই দায়িত্বশীলতার জায়গা থেকেই আমি কথা বলেছি। ফেসবুকে লিখেছি।

গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, প্রতিবাদ করার জন্য যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তাহলে কষ্টকর। মানুষ কথা বলা ছাড়া কীভাবে থাকবে। যে চুপ থাকতে চায়, সে চুপ থাকুক। কিন্তু যে বলতে চায় তাকে তো বলতে দিতে হবে। তবে এটি যেহেতু আদালতের বিষয়, আইনি প্রক্রিয়া। আমিও আইনি প্রক্রিয়ায়ই হাঁটব। বিষয়টি আমার আইনজীবীই দেখছেন।

 

টিএনজে/এএইচ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন এলামনাই এসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার সাধারণ সম্পাদক রাসেল

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২:৩১ পূর্বাহ্ণ
   
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন এলামনাই এসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার সাধারণ সম্পাদক রাসেল

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে তিনটায় দর্শন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হন। এর আগে সকালে দর্শন এলামনাই এসোসিয়েশনের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের এক পর্যায়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার দর্শন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মতলুবর রহমান রাসেল একই বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমান পূবালী ব্যাংকে কর্মরত আছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা যারা সাবেক শিক্ষার্থী আছি বিভাগের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই দর্শন বিভাগকে নিয়ে আমার কিছু পরিকল্পনা ছিল। আশাকরি সেই পরিকল্পনা আমি এখন বাস্তবায়ন করতে পারবো। এজন্য আমি সকলের সহযোগিতা প্রত্যাশী।

সাধারণ সম্পাদক মতলুবর রহমান রাসেল বলেন, অনেকেই মনে করেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা অন্যদের চেয়ে পিছিয়ে। কিন্তু আমরা এই ধারণা ভুল প্রমাণিত করতে চাই। আমরা এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে বিভাগের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মুনীর হোসেন তালুকদার, অধ্যাপক তারেক চৌধুরী, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সহযোগী অধ্যাপক আবদুছ ছাত্তার জয় প্রমুখ।

 

টিএনজে/এএইচ

ঠিকানায় জায়েদ খানের প্রথম অতিথি তানজিন তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
   
ঠিকানায় জায়েদ খানের প্রথম অতিথি তানজিন তিশা

চিত্রনায়ক জায়েদ খান আসছেন নিউইয়র্কের ‘ঠিকানা’ আয়োজিত টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নিয়ে। আগামীকাল শুক্রবার ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হবে।

প্রথম পর্বের অতিথি অভিনেত্রী তানজিন তিশা। এর মাধ্যমে চিত্রনায়ক জায়েদ খান দর্শকদের সামনে প্রথমবার উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন।

জায়েদ খান দ্য ন্যাশনাল জার্নাল’কে বলেন, ‘নিউইয়র্কের আলোচিত ঠিকানা টিভির পেজে আমার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা । আমি এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মাধ্যমের তারকাদের গল্পগুলো উপহার দিতে চাই। যেখানে উঠে আসবে বাস্তব অনুপ্রেরণার কথা। আশা করি দর্শকদের ভালো লাগবে।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে’ থাকছে পরিচিত মুখদের সাক্ষাৎকার, আড্ডা ও ভাবনার খোরাক জাগানো আলোচনা। এছাড়া, এটি নতুন প্রজন্ম ও কমিউনিটির উদীয়মান প্রতিভাবানদের প্ল্যাটফর্ম।

 

টিএনজে/এএইচ

মোশাররফ বা রাজ নয়, শীর্ষ সন্ত্রাসী ‘কালা জাহাঙ্গীর’ এর ভূমিকায় শাকিব খান!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ
   
মোশাররফ বা রাজ নয়, শীর্ষ সন্ত্রাসী ‘কালা জাহাঙ্গীর’ এর ভূমিকায় শাকিব খান!

গেল বছরের মার্চে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প অর্থাৎ সেসময়ের শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের বিভিন্ন ঘটনা নিয়ে ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন আবু হায়াত মাহমুদ। সেসময় ছবিটিতে অভিনয় করা নিয়ে মোশাররফ করিম ও শরিফুল রাজের নাম শোনা গিয়েছিল।

কিন্তু এবার জানা গেল, মোশাররফ করিম কিংবা শরিফুল রাজ নয়, ‘কালা জাহাঙ্গীর’ হয়ে পর্দায় আসছেন ঢালিউড কিং শাকিব খান। এমনটাই খবর বিভিন্ন গণমাধ্যমের।

জানা গেছে, এরই মধ্যে শাকিবের সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। বুধবার (২ জুলাই) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন শাকিব খান।

যদিও এখনো সিনেমাটি নিয়ে আনুষ্ঠিকভাবে মন্তব্য করতে রাজি হননি সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

টিএনজে/এএইচ