খুঁজুন
শুক্রবার, ২ মে, ২০২৫, ১৯ বৈশাখ, ১৪৩২

প্রথমবার একসঙ্গে প্রীতম-তিশা, বড় চমক পারশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ
প্রথমবার একসঙ্গে প্রীতম-তিশা, বড় চমক পারশা

ভালোবাসায় মোড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা ও পারশা মাহজাবীন। ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। এতে মুক্তির আগে কিছু ধারণা পাওয়া গেলো ওয়েব ফিল্মটির গল্প নিয়ে; যেখানে উঠে এসেছে চরিত্রদের বিভিন্ন মুহূর্ত ও অনুভূতি।

ট্রেলার দেখে ধারণা করা যায়, তাদের চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে চিকিৎসকের অ্যাপ্রোনে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ– উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শকদের।

‘ঘুমপরী’ ওয়েব ফিল্ম নিয়ে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সে চ্যালেঞ্জ ছিল। পরিচালকের সঙ্গে আলোচনার পর আত্মবিশ্বাস পাই। কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।

‘ঘুমপরী’র মাধ্যমে চরকির সঙ্গে প্রথমবার কাজ করলেন তানজিন তিশা। যদিও নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গেও বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী, যা পেয়েছে দর্শকপ্রিয়তা। তানজিন তিশা বলেন, ‘আমি অনেক রকমের কাজ করেছি। তবে ঘুমপরী একটু আলাদা। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের টিজার। গানটির ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানাচ্ছেন শ্রোতারা।

 

টিএনজে/এএইচ

করিডোর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

টিএনজে প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
   
করিডোর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেয়া না দেয়ার সিদ্ধান্তা আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।

বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায় বলে বন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, দেশে সংস্কার নিয়ে শোরগোল চলছে। কিন্তু সেই কর্মযজ্ঞে শ্রমজীবী মানুষের কন্ঠস্বর কোথায়? রাষ্ট্র ও সরকারের কাছে জনগনের কথা পৌঁছাতে নির্বাচিত সংসদ ও সরকার প্রয়োজন। কারণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা জনগণের কথা শুনতে বাধ্য। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ঐক্যে বিভেদ উসকে দিতে চায়। এ সময় সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার যাতে মাথাচাড়া দিতে না উঠতে পারে, সেজন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা জরুরি। জনগণের ওপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে ফ্যাসিবাদের জন্ম হয়। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতার সুপ্তবাসনা যেন স্বৈরাচারের পথে ঠেলে না দেয়।

তিনি আরও বলেন, ১৮ কোটি মানুষের দেশে প্রায় আট কোটি মানুষই শ্রমজীবী। এই শ্রমিকরাই উন্নয়ন ও অর্থনীতির প্রাণ। কর্মজীবীদের অবহেলা বা অধিকার বঞ্চিত রেখে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়।

 

টিএনজে/এএইচ

বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মানে আকজ কাজ করছে, মে দিবসের আলোচনা

নিজস্ব প্রতিবেদক, মুস্তাফিজুর রহমান
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
   
বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মানে আকজ কাজ করছে, মে দিবসের আলোচনা

ব্যাতিক্রমধর্মী সামাজিক সংগঠন আকজ এর আয়োজনে ১ মে ২০২৫, বৃহস্পতিবার ঐতিহাসিক মহান মে দিবসের তাৎপর্য ও দক্ষ জনশক্তি তৈরিতে করণীয় শীর্ষক এক আলোচনা সভা ঢাকার শিশু কল্যাণ পরিষদের সেমিনারে হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. লে. কর্ণেল নাজমুল আহাসান কলিমউল্লাহ।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান জনাব সাব্বির আহমেদ রনি।

প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ।

সাংবাদিক ও কলামিষ্ট রিন্টু আনোয়ার সভাপতিত্বে
অনুষ্ঠান পরিচালনা করেন আকজ এর প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. লে. কর্ণেল নাজমুল আহাসান কলিমউল্লাহ জানান, সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে এই দিবসের গুরুত্ব অপরিহার্য। আকজ এই আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এসময় সভাপতির বক্তব্যে জনাব রিন্টু আনোয়ার বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই মজুরী পরিশোধ করতে হবে। সেই লক্ষেই আমাদের কাজ করে যেতে হবে।

এসময় আকজ এর প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান বলেন, আকজ ব্যতিক্রমধর্মী আয়জনের সাথে সব সময় আছে। বুদ্ধিভিত্তিক সমাজ বিনির মানে আকজ কাজ করে যাবে সবাইকে নিয়ে।

টিএনজে/এএইচ

মরহুুম আব্দুল হাই মিলনের দশম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, মুস্তাফিজুর রহমান
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
   
মরহুুম আব্দুল হাই মিলনের দশম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

দাগনভূঁইয়ার কৃতি সন্তান মরহুম আবদুল মিলনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০শে এপ্রিল রোজ বুধবার সন্ধে সাত ঘটিকায় স্নরণ সভা ফকিরাপুলস্থ হোটেল আল সালামের দ্বিতীয় তলা বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে দাগনভূঞা ব্লাড ডোনেশন এর সাধারণ সম্পাদক কামালউদ্দিনের সঞ্চলনা স্মরণ সভা স্মৃতিচারন করেন কলামিষ্ট রিন্টু আনোয়ার, দাগনভূঞা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম, এ, রব,বিকন গ্রুপের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সংযোগ- নোফেল প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন মাসুক, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নুরুল আলম, এডভোকেট একরামুল হক, সংগঠক তাজুল ইসলাম লিটন, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির, জামাল উদ্দিন মেম্বার , নিজাম উদ্দিন, সাংবাদিক একরামূল হক, কবি কুতুব উদ্দিন প্রমুখ, মরহুম আব্দুল হাই মিলন আমৃত্যু মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন।

তিনি দানবীর ও হাতেম তাই হিসেবে পরিচিত ছিলেন, স্মৃতিচারণ শেষ কুতুব উদ্দিন এর পরিচালনা ধর্মীয় ‘ববাব কমিটির মধ্যে দিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।১ লা মে মরহুম আবদুল হাই মিলনের দশম মৃত্যু বার্ষিকী” ২০১৫ সালের ১মে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। নিজ এলাকায় হাতেমতায়ী হিসেবে পরিচিত এই জনহিতৈষী ব্যক্তি ছাত্রজীবন থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে জড়িত । ছাত্রজীবনে নিজ এলাকায় তিনি অসংখ্যা মসজিদ প্রতিষ্ঠা করেছেন।

এছাড়া অসুস্থ্য ব্যক্তি, স্কুল, কলেজ, মাদরাসা, মন্দিরসহ সব ধরনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে তিনি দু’হাতে দান করে গেছেন।

মানবপ্রেমী এই মহান ব্যক্তি ফেনীর দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

 

টিএনজে/এএইচ