খুঁজুন
শুক্রবার, ২ মে, ২০২৫, ১৯ বৈশাখ, ১৪৩২

সাংবাদিকের জমি থেকে মধ্যরাতে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
সাংবাদিকের জমি থেকে মধ্যরাতে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রির অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে গত ৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ঢাকায় কর্মরত রাহিদ রনি নামে এক সাংবাদিক তার জমি থেকে ৬ ফুট গর্ত করে তিন লাখ টাকার মাটি বিক্রির অভিযোগ তোলেন পাভেল মিয়ার বিরুদ্ধে। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদক ছাড়াও জেলা ছাত্রদলের কাছে বিচার ও শাস্তি দাবি করেন।

 

টিএনজে/এএইচ

বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মানে আকজ কাজ করছে, মে দিবসের আলোচনা

নিজস্ব প্রতিবেদক, মুস্তাফিজুর রহমান
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
   
বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মানে আকজ কাজ করছে, মে দিবসের আলোচনা

ব্যাতিক্রমধর্মী সামাজিক সংগঠন আকজ এর আয়োজনে ১ মে ২০২৫, বৃহস্পতিবার ঐতিহাসিক মহান মে দিবসের তাৎপর্য ও দক্ষ জনশক্তি তৈরিতে করণীয় শীর্ষক এক আলোচনা সভা ঢাকার শিশু কল্যাণ পরিষদের সেমিনারে হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. লে. কর্ণেল নাজমুল আহাসান কলিমউল্লাহ।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান জনাব সাব্বির আহমেদ রনি।

প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ।

সাংবাদিক ও কলামিষ্ট রিন্টু আনোয়ার সভাপতিত্বে
অনুষ্ঠান পরিচালনা করেন আকজ এর প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. লে. কর্ণেল নাজমুল আহাসান কলিমউল্লাহ জানান, সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে এই দিবসের গুরুত্ব অপরিহার্য। আকজ এই আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এসময় সভাপতির বক্তব্যে জনাব রিন্টু আনোয়ার বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই মজুরী পরিশোধ করতে হবে। সেই লক্ষেই আমাদের কাজ করে যেতে হবে।

এসময় আকজ এর প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান বলেন, আকজ ব্যতিক্রমধর্মী আয়জনের সাথে সব সময় আছে। বুদ্ধিভিত্তিক সমাজ বিনির মানে আকজ কাজ করে যাবে সবাইকে নিয়ে।

টিএনজে/এএইচ

মরহুুম আব্দুল হাই মিলনের দশম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, মুস্তাফিজুর রহমান
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
   
মরহুুম আব্দুল হাই মিলনের দশম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

দাগনভূঁইয়ার কৃতি সন্তান মরহুম আবদুল মিলনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০শে এপ্রিল রোজ বুধবার সন্ধে সাত ঘটিকায় স্নরণ সভা ফকিরাপুলস্থ হোটেল আল সালামের দ্বিতীয় তলা বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে দাগনভূঞা ব্লাড ডোনেশন এর সাধারণ সম্পাদক কামালউদ্দিনের সঞ্চলনা স্মরণ সভা স্মৃতিচারন করেন কলামিষ্ট রিন্টু আনোয়ার, দাগনভূঞা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম, এ, রব,বিকন গ্রুপের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সংযোগ- নোফেল প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন মাসুক, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নুরুল আলম, এডভোকেট একরামুল হক, সংগঠক তাজুল ইসলাম লিটন, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির, জামাল উদ্দিন মেম্বার , নিজাম উদ্দিন, সাংবাদিক একরামূল হক, কবি কুতুব উদ্দিন প্রমুখ, মরহুম আব্দুল হাই মিলন আমৃত্যু মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন।

তিনি দানবীর ও হাতেম তাই হিসেবে পরিচিত ছিলেন, স্মৃতিচারণ শেষ কুতুব উদ্দিন এর পরিচালনা ধর্মীয় ‘ববাব কমিটির মধ্যে দিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।১ লা মে মরহুম আবদুল হাই মিলনের দশম মৃত্যু বার্ষিকী” ২০১৫ সালের ১মে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। নিজ এলাকায় হাতেমতায়ী হিসেবে পরিচিত এই জনহিতৈষী ব্যক্তি ছাত্রজীবন থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে জড়িত । ছাত্রজীবনে নিজ এলাকায় তিনি অসংখ্যা মসজিদ প্রতিষ্ঠা করেছেন।

এছাড়া অসুস্থ্য ব্যক্তি, স্কুল, কলেজ, মাদরাসা, মন্দিরসহ সব ধরনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে তিনি দু’হাতে দান করে গেছেন।

মানবপ্রেমী এই মহান ব্যক্তি ফেনীর দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

 

টিএনজে/এএইচ

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদা চেয়ে চিঠি, না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
   
নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদা চেয়ে চিঠি, না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা

১০লাখ টাকা চাঁদা চেয়ে দোকানে একটি চিঠি পাঠান অজ্ঞাত ব্যক্তি। পরবর্তীতে দাবিকৃত ওই চাঁদা না পেয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আবুল বাশার পাটোয়ারীর প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তালা খুলে দিলেও চাঁদাদাবীকৃতদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী আবুল বাশার পাটোয়ারী ও তাঁর পরিবার।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন আবুল বাশার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে আবুল বাশার পাটোয়ারী বলেন, দীর্ঘ সময় ধরে তিনি আমিশাড়া বাজারে আসবাবপত্রের (ফার্নিচার) ও হার্ডওয়ার সামগ্রির ব্যবসা করে আসছেন। গত রমজান মাস শুরুর চার-পাঁচদিন আগে দোকানের সার্টার খুলে দেখেন ভেতরে একটি চিঠি। খুলে দেখেন নাম-পরিচয় না দেওয়া অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। চিঠি পাওয়ার পর তিনি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের বিষয়টি অবহিত করে রাখেন।

সর্বশেষ গত ১৬ এপ্রিল রাতে অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর দোকানের তিনটি সার্টারে তিনটি তালা মেরে দেয়। পরদিন সকালে তিনি দোকানে গিয়ে তালা মারা দেখে এ বিষয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্ত করতে গিয়ে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখেন আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. কামাল তাঁর সহযোগীদের নিয়ে দোকানে তালা দিয়েছেন। পরে পুলিশ কামালকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি তালা দেওয়ার ঘটনা স্বীকার করেন। কিন্তু পুলিশ তাঁর বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। এরপর থেকে কামাল হোসেন তাঁকে নানা হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ বিষয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে মো. কামাল বলেন, তিনি দোকানে তালা দিয়েছেন এটা যেহেতু তারা সিসিটিভির ফুটেজে দেখেছে এ বিষয়ে তিনি কিছু বলবেন না। তবে আবুল বাশার পাটোয়ারীদের সঙ্গে পারিবরিক বিষয় নিয়ে পূর্বের বিরোধ রয়েছে। তাদের দায়ের করা একটি মামলায় ২০০৯ সালে তিনি কারাগারে ছিলেন। ওই বিরোধের জেরে ক্ষোভ থেকে তিনি দোকানে তালা দিয়েছেন বলেও জানান।

এক প্রশ্নের জবাবে কামাল বলেন, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আগামিতে তিনি আমিশাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, প্রাথমিক তদন্তে দোকানে তালা দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আবুল বাশারের পূর্ব বিরোধ ও মামলা মকদ্দমা রয়েছে। আবুল বাশার থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু মামলার অভিযোগের বর্ণনায় একটি অংশ নিয়ে তাঁর আপত্তি থাকায় সেটি আর মামলা হিসেবে রুজু করা হয়নি। পরে ওই ব্যক্তিকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

টিএনজে/এএইচ