যুবদল নেতাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন স্বেচ্ছাসেবক দলের সা. সম্পাদক রাজিব

এক্সিডেন্ট করে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বরিশাল জেলার, মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ও যুবদল নেতা শামিম আহমেদ। তার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গিয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
সোমবার (২৩ জুন) শামিমের খোঁজখবর নিতে হাসপাতালে যান রাজিব আহসান।
একসময় রাজীব হাসান বলেন, আমার কর্মীরা ভালো থাকলেই, আমি ভালো থাকি। শামিম আহমেদ জুলাই আন্দোলনে তার ভাঙ্গা পা নিয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সব সময় দলের নেতাকর্মীদের সঙ্গে রাজপথে ছিলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আমাকে বরিশাল ৪ সংসদীয় আসন হিজলা ও মেহেন্দিগঞ্জের জনসাধারণের খেদমত করার সুযোগ দেয়। তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো।
রাজিব আহসান আরো বলেন, বিগত দিনে যারা এমপি ছিলেন তারা জনসাধারনকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, হিজলা ও মেহেন্দিগঞ্জের মানুষের জন্য কিন্তু তেমন কোন উন্নয়ন মূলক কাজ করেননি। আমাকে যদি দল নমিনেশন দেয়, আমি যদি এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হই। এই এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য নিজের সবটুকু দিয়ে উন্নয়ন করার সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
টিএনজে/এএইচ
আপনার মতামত লিখুন