“উৎসব”–এর মতো সিনেমা হলে প্রেক্ষাগৃহে আসার উৎসাহ তৈরি হবে’

১৮ জুন সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনী। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিক্ষক-লেখক-কলামিস্ট আনু মুহাম্মদ, শিক্ষাবিদ-অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, রাজনীতিবিদ জোনায়েদ সাকিসহ মিডিয়া অঙ্গনের তারকা শিল্পী ও কলাকুশলীরা।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমরা যখন টেলিভিশনে কাজ শুরু করি, তখন আমরা চেয়েছি, নিজেদের গল্প নিজেদের মতো করে বলতে। এখনকার তরুণ নির্মাতারা সেটাই করছে, ‘‘উৎসব’’ তার ভালো উদাহরণ। অভিনন্দন তানিম নূর।
উৎসব সিনেমা দেখতে বহুদিন পর প্রেক্ষাগৃহে আসেন শিক্ষক-লেখক-কলামিস্ট আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘উৎসব’ সিনেমা নিয়ে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া তিনি দেখেছেন। সেটা দেখে তাঁর আগ্রহ হয় সিনেমাটি দেখার। এমন সিনেমা নির্মিত হলে প্রেক্ষাগৃহে এসে সিনেমা দেখার উৎসাহ তৈরি হবে বলে মনে করেন তিনি।
শিক্ষাবিদ-অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান জানান, পরিবারের সবাইকে নিয়ে আবারও সিনেমাটি দেখবেন তিনি। আর রাজনীতিবিদ জোনায়েদ সাকি জানান, সিনেমাটি দেখা শুরু করলে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করে।
সিনেমাটির প্রযোজক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘পরিবার নিয়ে সবাই যেভাবে সিনেমাটি দেখতে আসছেন, সেটি সত্যি আনন্দের। বিদেশের দর্শকেরাও সিনেমাটি দেখতে পারবেন ২০ জুন থেকে।’ সিনেমার সহপ্রযোজক ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘অনেক বছর পর পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখতে আসছেন। এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।
ব্র্যাক ব্যাংক পিএলসি-এর হেড অব জেনারেল সার্ভিস ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর (অব.) জানান, ভালো কাজের সঙ্গে তাঁরা সব সময় ছিলেন, আছেন এবং থাকবেন। তারই ধারাবাহিকতায় সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক।
দীর্ঘদিন পর ‘উৎসব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হয়েছেন জাহিদ হাসান। পর্দায় তাঁর উপস্থিতি ভালো লাগায় ভরিয়ে দিচ্ছে দর্শকদের। দর্শকও তাঁদের মন্তব্য আর লেখায় অদৃশ্য ভালোবাসায় জড়িয়ে ধরছেন জাহিদ হাসানকে। ভালোবাসার এই আদান–প্রদানে আপ্লুত জাহিদ হাসান। তাই বিশেষ প্রদর্শনীতে অভিনেতা বলেন, ‘আজ আমার ঈদ।’ ঈদের মধ্যে অসুস্থ থাকায় সবকিছু থেকে দূরে ছিলেন তিনি। বিশেষ প্রদর্শনীতেই ‘উৎসব’ ইউনিটের সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলেন তিনি।
‘কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পেয়ে যায়, কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায়’, অভিনেতা জাহিদ হাসান যখন এ কথা বলছিলেন, ঠিক পেছনেই দাঁড়ানো অভিনেত্রী অপি করিমও তখন তাঁর চোখের কোণে জমে ওঠা অশ্রু মুছছিলেন।
অভিনেতা আরও বলেন, ‘এইটা অ্যাক্টিং না, সত্য জিনিস। আমি আমার এই ক্যারিয়ার লাইফে কয়েকটা ছবি করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি। কিন্তু এইভাবে কোনো ছবি আমার জীবনে আসেনি। এত ক্যামেরা এভাবে আমার জীবনে কখনো আসেনি। এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া!
সিনেমাটির অভিনয়শিল্পীদের মধ্যে জাহিদ হাসান ছাড়া আরও ছিলেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি। অতিথি হিসেবে ছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আনিসুল হক, বৃন্দাবন দাস, আফসানা আরা বিন্দু, শরিফুল রাজ, কাজী নওশাবা, আজমেরী হক বাঁধন, বিজরী বরকতুল্লাহ, ইমতিয়াজ বর্ষণ, সুমন আনোয়ার, নিশাত প্রিয়মসহ অনেকে। সবাইকে আয়োজনে স্বাগত জানান নির্মাতা তানিম নূর। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘উৎসব’ সিনেমায় ব্যবহৃত হয়েছে দুটি গান—যার একটি লেভেল ফাইভ ব্যান্ডের ‘তুমি’ এবং অন্যটি আর্টসেল ব্যান্ডের ‘ধূসর সময়’। ব্যান্ড দুটির সদস্য আইদিদ রশিদ (লেভেল ফাইভ) ও লিংকন (আর্টসেল) উপস্থিত ছিলেন। সিনেমায় ব্যান্ডের গান ব্যবহারের উদ্যোগকে স্বাগত জানান দুজনেই।
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। সিনেমাটির কাহিনিকার তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস, সহপ্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট। দেশের পাশাপাশি বিদেশেও মুক্তি পাবে সিনেমাটি। ‘উৎসব’–এর আন্তর্জাতিক ডিসট্রিবিউশনে আছে ‘স্বপ্ন স্কোয়ারক্রো’ ও ‘পথ প্রোডাকশনস’।
এএইচ/টিএনজে
আপনার মতামত লিখুন