খুঁজুন
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ়, ১৪৩২

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দায়িত্বে ফখরুল-আক্তার-রহমতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দায়িত্বে ফখরুল-আক্তার-রহমতুল্লাহ

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- এমআরএ’র নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন দৈনিক আমাদের সময়ের রিপোর্টার আক্তারুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক পদে বাংলানিউজ২৪.কমের লীড মাল্টিমিডিয়া রিপোর্টার রহমতুল্লাহ।

সোমবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) অডিটোরিয়ামে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাতেন বিপ্লব।

নির্বাচনে অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন- সহ-সভাপতি পদে আমাদের সময়ের মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালেরকণ্ঠের আব্দুলাহ জুবায়ের সাইফুল, দপ্তর সম্পাদক পদে বাংলাফ্লোর আবু বক্কার সিদ্দিক, অর্থ সম্পাদক পদে কালবেলার মুজাহিদুল ইসলাম (অন্তু মুজাহিদ) প্রচার সম্পাদক পদে কালের কণ্ঠের আব্দুল্লাহ আল নোমান, নারী বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমকালের ফৌজিয়া ফারিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ টাইমসের আরেফিন ইমন, সাহিত্য সম্পাদক পদে আমারদেশ পত্রিকার আরমান মুজাহিদ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমার দেশের রিপোর্টার আশরাফুল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক বাংলানিউজ২৪.কম সাইমুন মুবিন পল্লব, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান তালহা, আপ্যায়ন সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন।

১নং কার্যনির্বাহী সদস্যপদে কালবেলার এইচ এম মাহিন নির্বাচিত হয়েছেন। অনান্য নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন, কালের কন্ঠের মিরাজ উদ্দীন, বাংলাদেশ প্রতিদিনের নাজমুল ইসলাম এবং নাগরিক টিভির জিহাদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

টিএনজে/এএইচ

ঠিকানায় জায়েদ খানের প্রথম অতিথি তানজিন তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
   
ঠিকানায় জায়েদ খানের প্রথম অতিথি তানজিন তিশা

চিত্রনায়ক জায়েদ খান আসছেন নিউইয়র্কের ‘ঠিকানা’ আয়োজিত টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নিয়ে। আগামীকাল শুক্রবার ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হবে।

প্রথম পর্বের অতিথি অভিনেত্রী তানজিন তিশা। এর মাধ্যমে চিত্রনায়ক জায়েদ খান দর্শকদের সামনে প্রথমবার উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন।

জায়েদ খান দ্য ন্যাশনাল জার্নাল’কে বলেন, ‘নিউইয়র্কের আলোচিত ঠিকানা টিভির পেজে আমার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা । আমি এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মাধ্যমের তারকাদের গল্পগুলো উপহার দিতে চাই। যেখানে উঠে আসবে বাস্তব অনুপ্রেরণার কথা। আশা করি দর্শকদের ভালো লাগবে।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে’ থাকছে পরিচিত মুখদের সাক্ষাৎকার, আড্ডা ও ভাবনার খোরাক জাগানো আলোচনা। এছাড়া, এটি নতুন প্রজন্ম ও কমিউনিটির উদীয়মান প্রতিভাবানদের প্ল্যাটফর্ম।

 

টিএনজে/এএইচ

মোশাররফ বা রাজ নয়, শীর্ষ সন্ত্রাসী ‘কালা জাহাঙ্গীর’ এর ভূমিকায় শাকিব খান!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ
   
মোশাররফ বা রাজ নয়, শীর্ষ সন্ত্রাসী ‘কালা জাহাঙ্গীর’ এর ভূমিকায় শাকিব খান!

গেল বছরের মার্চে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প অর্থাৎ সেসময়ের শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের বিভিন্ন ঘটনা নিয়ে ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন আবু হায়াত মাহমুদ। সেসময় ছবিটিতে অভিনয় করা নিয়ে মোশাররফ করিম ও শরিফুল রাজের নাম শোনা গিয়েছিল।

কিন্তু এবার জানা গেল, মোশাররফ করিম কিংবা শরিফুল রাজ নয়, ‘কালা জাহাঙ্গীর’ হয়ে পর্দায় আসছেন ঢালিউড কিং শাকিব খান। এমনটাই খবর বিভিন্ন গণমাধ্যমের।

জানা গেছে, এরই মধ্যে শাকিবের সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। বুধবার (২ জুলাই) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন শাকিব খান।

যদিও এখনো সিনেমাটি নিয়ে আনুষ্ঠিকভাবে মন্তব্য করতে রাজি হননি সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

টিএনজে/এএইচ

সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ’

টিএনজে প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ
   
সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ’

সাবেক সাংসদ গোলাম মাওলা রনি বলেছেন, জুলাই বিপ্লব ভণ্ডুল করার চক্রান্ত করে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ইতিহাসের একটি মাইলফলক। বাংলাদেশের অতীত ইতিহাসে কখনও এত বড় বিপ্লব বা গণ-অভ্যুত্থান হয়নি। কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর নেতৃত্ব কিংবা কোনো পক্ষের ইন্ধন ছাড়াই মানুষ রাস্তায় নেমে এসে ২৪ ঘণ্টার মধ্যে ১৫ বছরের একটি শাসনব্যবস্থাকে বদলে দিল। এমন ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি; ভারত-পাকিস্তানেও ঘটেনি। এমনকি শ্রীলঙ্কার অভ্যুত্থানও এ রকম ছিল না।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন সরকারপ্রধান দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। এরপর আমরা ভেবেছিলাম, এবার কিছু একটা হবে। কিন্তু দেখছি সব কিছু তছনছ হয়ে গেছে। নতুন একশ্রেণির দুর্বৃত্ত পয়দা হয়েছে। এমন কিছু অপরাধ বেড়ে গেছে যে অপরাধগুলো আমরা আগে কল্পনাও করিনি।

তিনি আরও বলেন, এর ফলে জুলাই-আগস্টের পরাজিত গোষ্ঠী আওয়ামী লীগ পাল্টা আক্রমণ শুরু করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে। তারা মিছিল করছে, মিটিং করছে; নানা রকম তথ্য দিয়ে বক্তব্য দিচ্ছে। তারা বলছে, তারা আবার বাংলাদেশে আসবে। তারা বলছে, তাদের বিশ্বনেত্রী শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ নিরাপদ।

সাবেক এ সংসদ সদস্য বলেন, তাদের যেসব নেতা ৩-৪ মাস লজ্জায় মুখ দেখান নাই, তারা সবাই এখন দেশের বাইরে থেকে জাতিকে বিভ্রান্ত করছেন। তারা বর্তমান সরকার, গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন বিষয়ে মবোক্রেসি তৈরি করছেন। তারা এমন সব ন্যারেটিভ প্রচার করছেন যা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই, সরকারেরও নেই।

 

টিএনজে/এএইচ