অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেপ্তার ৬৩৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ১২:৪৭ পূর্বাহ্ণ

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত এ অভিযানে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হলো।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯০৯ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় পুরাতন বিদেশি পিস্তল একটি, এলজি একটি, পিস্তলের ম্যাগজিন একটি, শর্টগানের শাসা কার্তুজ একটি, ধারালো চাপাতি একটি, ধারালো বটি একটি, ছোরা দুটি উদ্ধার করা হয়েছে।

 

টিএনজে/এএইচ

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন