নাইট ক্লাবে নাচার সময় বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, টিএনজে প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫ । ১১:১০ অপরাহ্ণ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি সড়ক থেকে ২৯ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ শুক্রবার (৯ মে) জানিয়েছে, গত সপ্তাহে মরদেহটি পাওয়া যায়।

দেশটির মাপো পুলিশ স্টেশন থেকে জানানো হয়েছে, এই বাংলাদেশি প্রবাসী সিউলের হংডের একটি ক্লাবে নাচার সময় হঠাৎ পড়ে যান। পরে রাত ২টা ২০ মিনিটের দিকে একটি সড়কে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, এক ব্যক্তি ক্লাবে নাচার সময় অজ্ঞান হয়ে পড়ে গেছেন বলে খবর পায় পুলিশ। এরপর পুলিশ ও উদ্ধারকারীরা গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে এর আগেই তার হার্টঅ্যাটাক হয়েছিল।

পুলিশ জানিয়েছে, তার দেহে মাদক অথবা অ্যালকোহলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া তাকে হত্যা করা হয়েছে এমন কোনো আলামতও মেলেনি।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে জাতীয় ফরেনসিক সার্ভিস তার মরদেহের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর তার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সিউলে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।

এই বাংলাদেশি যুবক দুই বছর আগে দক্ষিণ কোরিয়ায় যান। তিনি একটি কারখানায় কাজ করতেন। তিনি কাজের ভিসা নিয়ে দেশটিতে গিয়েছিলেন।

 

টিএনজে/এএইচ

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন