
রাজধানীর ঢাকার মিরপুর চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজের বিপরীত প্রান্তে বিসিআইসি কর্পোরেশনের আবাসিক এলাকা অবস্থিত। তার পাশেই স্থানীয় কামাল হাউজিং, কুমির শাহের মাজার, কবরস্থান, গ্রীন সিটি আবাসিক এলাকা অবস্থিত।
চিড়িয়াখানা রোডের মূল সড়ক থেকে প্রধান রাস্তা হয়ে উল্লেখিত এলাকার প্রধান প্রবেশ পথ। বিগত দেড় দশক ধরে সবাই একই রাস্তা ধরে এলাকার প্রবেশ করছে। কিন্তু মূল প্রবেশ মুখে অবৈধধভাবে অসংখ্য দোকান এবং স্থাপনা নির্মাণ করার কারনে অত্র এলাকায় নির্বিঘ্নে প্রবেশে বাধার সৃষ্টি হচ্ছে।
বিষয়টি বিসিআইসি’র স্থানীয় কর্তৃপক্ষকে মৌখিক ভাবে অবহিত করলেও তারা এই বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন না করে আরও স্থাপনা বৃদ্ধিতে সচেষ্ট থাকে। তাছাড়া মূল রাস্তাটা নিয়মিত সংস্কার না করার কারনে ছোট বড় গর্ত হয়ে পড়েছে। এতে এলাকাবাসী এবং যান চলাচলে মারাত্বক বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর দাবি- দোকান এবং স্থাপনা উচ্ছেদ করা এবং এলাকায় প্রবেশের মূল রাস্তাটি সিটি কর্পোরেশনের আওতায় এনে নিয়মিত সংস্কারের ব্যবস্থা করা।
টিএনজে/এএইচ