চিকিৎসকদের নিয়োগ ও চিকিৎসা সেবার অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান এনসিপির

মিরন আহমেদ, নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫ । ৯:৪৫ অপরাহ্ণ

চিকিৎসকদের দীর্ঘদিনের নিয়োগ ও পদোন্নতির অচলাবস্থা নিরসনে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি।

এবিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। রোববার, ২৯ জুন বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে চিকিৎসকদের নিয়োগ ও পদোন্নতি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এবং সুপার স্পেশালাইজড হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে যাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন এনসিপির নেতৃবৃন্দ। এসময় তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি স্মারকলিপিও প্রদান করেন।

এবিষয়ে প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পাট্টির যুগ্ন মুখ্য সমন্বয়ক ডা: আব্দুল আহাদ বলেন, “দেশের লক্ষ লক্ষ মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু না হলে এই সংকট আরও ঘনীভূত হবে। বৈঠকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আশ্বাস দেন, চিকিৎসকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তিনি জানান, অতি শিগগিরই চিকিৎসকদের দাবি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ফলে জনগণ আর আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকবে না।

চিকিৎসা শিক্ষার উন্নয়ন এবং দক্ষ চিকিৎসক নিয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত হবে—এমনটাই প্রত্যাশা সকলের।

 

টিএনজে/এএইচ

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন