খুঁজুন
রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২

‘বাবা নেই’ শিরোনামে ইসলামী সংগীত প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, সাহেব মাহমুদ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
‘বাবা নেই’ শিরোনামে ইসলামী সংগীত প্রকাশ

দেশের স্বনামধন্য ইসলামী সংগীত শিল্পীদের নিয়ে এক ব্যতিক্রমী নাশিদ সন্ধ্যার আয়োজন করেছে হাসনাহেনা শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হচ্ছে ‘বাবা নেই’ ভিডিও গানের প্রকাশনা ও মোড়ক উন্মোচন।

গত বুধবার, বিকাল ৫টায় রাজধানীর কচিকাচা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় মানের একটি গানের রিলিজ করা হয়, যা ইসলামী সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ উপহার হবে। দেশের খ্যাতনামা ইসলামী সংগীত শিল্পীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন এবং মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দিয়েছেন।

গানটিতে অভিনয় করেছেন এইচ, পি ভূইয়া ষ্টিল কর্পোরেশনের চেয়ারম্যান পেয়ার আহম্মেদ ভূইয়া ও গুলজার খান।

উদ্বোধক হিসেবে ছিলেন জাবেদ আলম কিরন, বিশেষ অতিথি তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক আরবি প্রভাষক ও আল হেরা কিডস্ হেভেনের চেয়ারম্যান মাওলানা জাফর আহাম্মাদ মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন– এইচ, পি ভূইয়া ষ্টিল কর্পোরেশনের চেয়ারম্যান পেয়ার আহম্মেদ ভূইয়া।

 

টিএনজে/এএইচ